Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance

Primary Teachers Training Institute (PTI)  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণ পরিচালনায় নিয়োজিত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সংক্ষেপে এ প্রতিষ্ঠান পিটিআই (PTI) নামে বহুল পরিচিত। পাবনা জেলায় অবস্থিত Primary Teachers Training Institute (PTI), Pabna 1953 সালে প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি পাবনা জেলার প্রাণকেন্দ্র ইছামতি নদীর তীরবর্তি স্থানে অবস্থিত। এ প্রতিষ্ঠানটি 2014-2015 শিক্ষাবর্ষ পর্যন্ত সরকারি রেজিষ্টার, বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের  01 (এক) বছর মেয়াদী সার্টিফিকেট-ইন এডুকেশন (সি-ইন-এড) প্রশিক্ষণ পরিচালনা করেছে। 2015-2016 শিক্ষাবর্ষ থেকে পিটিআই, পাবনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 18 (আঠারো) মাস মেয়াদী ডিপ্লোমা ইন এডুকেশন (DPEd) কোর্স পরিচালনার জন্য নির্বাচিত হয় এবং 2015-2016 শিক্ষাবর্ষ থেকে ডিপ্লোমা ইন এডুকেশন (DPEd) কোর্স পরিচালনা করে আসছে। ডিপ্লোমা ইন এডুকেশন কোর্সটি সি-ইন-এড পরিবর্ধিত, পরিমার্জিত সংস্করণ। এছাড়াও পিটিআই, পাবনাতে অন্যান্য প্রশিক্ষণ যেমন 12 দিন ব্যাপি আইসিটি ইন-এডুকেশন (ICT in Education), ম্যাথ অলিম্পিয়াড, একাডেমিক সুপারভিশন এবং শিক্ষকদের বিষয়ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। পাবনা পিটিআইয়ের আওতায় 09টি উপজেলা রিসোর্স সেন্টার রয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারগুলো শিক্ষকদের মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে আসছে।